কুমিল্লায় বেশি দামে পণ্য বিক্রি, ১০ ব্যবসায়ীকে জরিমানা
অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কুমিল্লা সদর দক্ষিণে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চৌয়ারা বাজার এবং সুয়াগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ওই ১০ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের এবং সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়া।