কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের জানাজা সম্পন্ন
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর পাথুরিয়াপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন মরহুম কাউন্সিল সোহেলের ছেলে হাফেজ মো. নাদিম।
জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ অনেকে।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার সুষ্ঠু বিচার দাবি করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় উপস্থিত নেতারা।