কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ

Looks like you've blocked notifications!
কুমিল্লায় আজ বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর-১ আসনের সাংসদ শ্রী মনোরঞ্জন শীল গোপাল, কুমিল্লা-৭ চান্দিনা আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপল দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অংকুর জীৎ সাহা নবম।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ, কুমিল্লা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রায়সহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতারা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।