কুমিল্লায় সৌদি প্রবাসীর করোনা শনাক্ত
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।
আজ সোমবার দুপুর ৩টায় কুমিল্লা মহানগরের রাজবাড়ী পুকুরপাড়ে একটি বাসার ষষ্ঠ তলায় এক সৌদি আরব প্রবাসীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর আক্রান্ত ব্যক্তিকে একটি রুমে আইসোলেশনে এবং তাঁর পরিবারের বাকি চার সদস্যকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর সম্পূর্ণ ভবনটি লকডাউন ঘোষণা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩ জন। মৃত্যুবরণ করেছে চারজন। সুস্থ হয়েছে ২৪ জন।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা কুমিল্লা সদর উপজেলায় একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে আটজন, বুড়িচংয়ে আটজন, চান্দিনায় নয়জন, দেবীদ্বারে ২১ জন, মেঘনায় একজন, বরুড়ায় পাঁচজন, ব্রাহ্মণপাড়ায় দুজন, সদর দক্ষিণে দুজন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে চারজন, মুরাদনগরে সাতজন, হোমনয় দুজন ও লাকসামে ১১ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৫২ জনের। রিপোর্ট পাওয়া গেছে এক হাজার ৯৬৯ জনের।