কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গে আরো ৬ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর উপজেলার পারভীন আক্তার, সদর দক্ষিণ উপজেলার মোস্তাক আহমেদ, হাজি মো. আবুল হোসাইন ও মোসলেম, চাঁদপুরের সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম।
ডা. মুক্তা রানী জানান, মৃত ছয়জনের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া অপর একজন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গতকাল রোববার কুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁরা হলেন খোকন মিয়া, নুরুল ইসলাম, আবুল কালাম ও আহসান উল্লাহ মিয়াজী। তাঁরা সবাই কুমিল্লার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ছাড়া গত শনিবারও কুমেক হাসপাতালে করোনার উপসর্গে চারজনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।