কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু
কুমিল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের। কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন খোকন মিয়া, নুরুল ইসলাম, আবুল কালাম ও আহসান উল্লাহ মিয়াজী। তাঁরা সবাই কুমিল্লার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ডা. মুক্তা রানি জানান, মৃত চারজনই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে একজন হাসপাতালের নিবিড় পরচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং বাকি তিনজন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, করোনার উপসর্গে কুমেক হাসপাতালে গতকাল শনিবার আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁরা হলেন ইব্রাহিম মিয়া, সিরাজ উদ্দিন, নিপেন্দ্র কুমার পোদ্দার ও আবু ইউসুফ। তাঁরা সবাই কুমিল্লার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।