কুমিল্লা মেডিকেলে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরো ৬ মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। কুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাকতলা এলাকার নূরজাহান (৬০), বরুড়া উপজেলার কল্পনা রানী পাল (৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), দিলীপ কুমার ভৌমিক (৬২), লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) ও একই উপজেলার বাগমারা এলাকার এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।
ছয় ব্যক্তির মধ্যে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন, আইসোলেশনে একজন ও করোনা ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
এর আগে গতকাল সোমবার কুমেক হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ৭৩ দিনে কুমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।