কুমিল্লা মেডিকেলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে তিনজন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মারজানা আক্তার আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মারজানা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার আবদুল খালেক (৮৫), রফিকুল ইসলাম (৬০) ও মুরাদনগর উপজেলার মারুফা (৩৮)। এ ছাড়া আইসিইউতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০), শাহীনা (৫১), বরুড়া উপজেলার আবদুল হালিম (৬৪) ও বুড়িচং উপজেলার আইমুন নাহার (৬০)।
কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় মোট পাঁচ হাজার ৬৭৯ জন করোনা শনাক্ত হওয়া ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুমিল্লায় মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।