কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে দুজন, আইসোলেশনে দুজন ও কোভিড ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দিপক (৫০), কুমিল্লা মহানগরের রানীর দীঘিরপাড়ের রোজি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫), বরুড়ার আবদুস সাত্তার (৬০) ও রিপা বেগম (৩৭)।
এ নিয়ে ৭৪ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৭২ জনের মৃত্যু হলো।