কুমিল্লা সেনানিবাসে পৌঁছেছে সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন দল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’-এর সাইক্লিং দল কুমিল্লা সেনানিবাসে পৌঁছেছে।
আজ সোমবার দলটি কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারি ডিগ্রি কলেজ থেকে কুমিল্লা সেনানিবাসে পৌঁছায়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
কুমিল্লা সেনানিবাসে শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং এম আর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সঙ্গে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়।উল্লেখ্য, সরকার গত ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ সাল পর্যন্ত মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন অদম্যশক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে তাঁরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার চেষ্টা করবে। একইসঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ৩ ডিসেম্বর টেকনাফের শাহ পরীর দ্বীপে ‘সাইক্লিং এক্সপেডিশন-২০২০’-এর সমাপ্তি ঘোষণা করা হবে।