কুষ্টিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ভালুকায় গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. আজম হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আসকর আলি। ছবি : এনটিভি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. আজম হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আসকর আলিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়ে কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দৌলতপুরের মো. আজম হত্যা মামলায় ২০২১ সালের ১৪ ডিসেম্বর পলাতক থাকা অবস্থায় আসামি আসকর আলিসহ তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ কুষ্টিয়া ও র্যাব-১৪ ময়মনসিংহ যৌথ অভিযান চালিয়ে ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসকর আলি ভালুকায় তাঁর ছেলের বাসায় আত্মগোপনে ছিল।