কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার রাত পর্যন্ত সাতজন ও আজ শনিবার সকালে একজন মারা গেছেন। তাঁদের সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তাপস কুমার সরকার বলেন, ‘শুক্রবার রাত পর্যন্ত সাতজন এবং আজ শনিবার সকালে একজন মারা গেছেন। এটি কুষ্টিয়ায় করোনায় অক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।’
এদিকে, কুষ্টিয়ায় প্রতিদিন করোনা শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। ১০০ শয্যার বিপরীতে ভর্তি আছে ১১৩ জন রোগী।
এদিকে, গতকাল শুক্রবার জেলায় ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। এর আগের দিন গত বৃহস্পতিবার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ১০ শতাংশ। গত ১৫ দিনে কুষ্টিয়ায় করোনা শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী।
কুষ্টিয়ায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যে কুষ্টিয়া পৌর এলাকায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। এ ছাড়া মিরপুর পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ।