কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের মেরামত শুরু

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি মেরামত করছেন ভাস্কর মাহবুব জামাল শামীম। ছবি : এনটিভি

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যটির মেরামত শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভাস্কর মাহবুব জামাল শামীম এটির মেরামত শুরু করেছেন।

ভাস্কর মাহবুব জামাল শামীম বলেন, ‘ভাস্কর্যটির ক্ষতিগ্রস্ত অংশ সিমেন্ট ও পাথর লাগিয়ে আবার আগের মতো করার চেষ্টা করছি।’

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘মেরামত করলে যদি ত্রুটি বোঝা যায় তাহলে নতুন ভাস্কর্য বসানোর পক্ষে পৌরসভা। মোট কথা কোনো ত্রুটি থাকলে সে ভাস্কর্য নেবে না পৌর কর্তৃপক্ষ। প্রয়োজন হলে আবার নতুন করে বসাতে হবে।’

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ফেব্রুয়ারিতে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া পৌরসভা। সে অনুযায়ী দরপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকার এই কাজ পান ভাস্কর মাহবুব জামাল শামীম। মহান বিজয় দিবসে এটি উদ্বোধনের লক্ষ্য ছিল। কিন্তু ভাস্কর্যটির কাজের শেষের দিকে গত ৫ ডিসেম্বর রাতে হাতুড়ি দিয়ে নাক ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদ্রাসাছাত্র ও দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তারা চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।