কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মালেকা খাতুন। ছবি : এনটিভি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক মামলায় মালেকা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মালেকা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

২০১৫ সালের ৬ এপ্রিল মাদক বেচাকেনা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ মহিষকুণ্ডির পাকুড়িয়া এলাকায় গোলাম মোস্তফার বাড়ি ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলে পুলিশ মালেকা খাতুনকে আটক করে। এ সময় তাঁর খাটের ওপর বালিশের নিচ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।