কুষ্টিয়ায় লকডাউনের দ্বিতীয় দিনে করোনায় তিনজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাতদিনের লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসনের কঠোর অবস্থান। ছবি : এনটিভি

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ।

এদিকে, লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহরে ঢোকার প্রতিটি প্রবেশ মুখে বাঁশ বেঁধে ব্যরিকেড দেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া কাউকেই শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যে রাত থেকে ২৭ জুন মধ্যে রাত পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণ করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।