কুষ্টিয়ায় সাংবাদিক বেলালকে নারীর হুমকি

Looks like you've blocked notifications!
সাংবাদিক শেখ হাসান বেলাল। ছবি : এনটিভি

কুষ্টিয়ায় সাংবাদিক শেখ হাসান বেলালকে টেলিফোনে হুমকি দিয়েছেন অজ্ঞাত এক নারী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া ও নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বেলাল। গতকাল রোববার রাত ১টার দিকে বেলালের আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে কুষ্টিয়া মডেল থানা।

বেলাল আরটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার এবং কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

জিডির আবেদনে বেলাল উল্লেখ করেন, ‘‘গত ২৫ এপ্রিল বিকেল ৪টার দিকে একটি টেলিফোন নম্বর থেকে আমার মোবাইলে ফোন করেন অজ্ঞাত এক নারী। ওই নারী বলেন ‘শয়তানের বাচ্চা বেলাল, আমাদের পেছনে লাগছে। ওকে থামতে বল। তা না হলে তোদের পরিবারের কী অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। যেখান থেকে আসছে বেলালকে সেখানে পাঠিয়ে দেব’। এ সময় আরও কিছু আপত্তিকর আজে বাজে ভাষায় গালিগালাজ দিয়ে ৫৩ সেকেন্ড কথা বলার পর ফোনটি কেটে দেন।’

বেলাল বলেন, ‘ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। দায়িত্বশীল সাংবাদিকতা করতে গেলে অনেক অন্যায়কারীই অসুবিধায় পড়েন। এদের কেউ এই ধরনের হুমকি দিতে পারে। বর্তমান সময়ে সাংবাদিকদের হুমকি ধামকি, মিথ্যা মামলা দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলা করে তারা সুবিধা করতে চায়।’

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ‘পেশাগত সাংবাদিকদের এমন হুমকি প্রত্যাশা করি না। হুমকিদাতা টেলিফোন ব্যবহার করেছে। তদন্ত করে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’