কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত স্বামী
কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিনা খাতুন (৩০) ও মেয়ে জয়া খাতুনের (১১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিনা খাতুনের স্বামী আশরাফুল ইসলাম আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত আশরাফুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার হাউজিংয়ের দিকে আসছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় নিহতের বড় মেয়ে জয়া খাতুন ও স্বামী আশরাফুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে বড় মেয়ে জয়া খাতুনের মৃত্যু হয়।
আহত আশরাফুল ইসলাম বলেন, রাতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী–সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি গাড়ির পেছন থেকে ধাক্কা দিলে সবাই ছিটকে সড়কে পড়ে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। কাভার্ডভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।