কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩ 

Looks like you've blocked notifications!

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এবং চার জনের করোনার উপসর্গ ছিল বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

ডা. আবদুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২২১ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৬৪ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ রোগী ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ শতাংশ।