কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯১, দুইজনের মৃত্যু
কুষ্টিয়া সদরের পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধ অনেকটাই ব্যর্থতায় রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড করেছে। ২৯৩টি নমুনা পরীক্ষা করে ৯১ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।
করোনার শুরু থেকে এ পর্যন্ত ২৪ ঘণ্টার বিবেচনায় এটিই সর্বোচ্চ শনাক্ত। সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরেও বেড়েছে করোনা সংক্রমণ। এ উপজেলায় ২৪ ঘণ্টায় ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৩২ জনের মৃত্যু হলো।
করোনা রোগী বৃদ্ধির ফলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৭০ শয্যার করোনা ওয়ার্ডে কোনো শয্যাই ফাঁকা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, বেডের চেয়ে বেশি রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধের আজ চতুর্থ দিনেও কুষ্টিয়ায় মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল আটকানো যায়নি। কোনো ধরনের স্বাস্থবিধি মানছে না তারা। দোকানপাট, শপিং মল বন্ধ থাকলেও বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না।
পুলিশ শহরে ঢোকার প্রবেশমুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।