কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের শাখা নদীতে পড়ে কিশোরী নিখোঁজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদীতে পড়ে মোছা. ইতি খাতুন (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ছয়ানীপাড়া এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইতি খাতুন উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছয়ানীপাড়ার মো. এরশাদ আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, এই এলাকায় বাড়ির পাশে নদী থাকায় এখানকার শিশুরা প্রায় প্রতিদিনই নদীর পাড়ে খেলতে যায়। খেলা শেষে অনেকে নদীতে নেমে গোসলও করে। নিখোঁজ ইতি খাতুনও বন্ধুদের সঙ্গে নদীর তীরে খেলতে যায়। এ সময় কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। তার পানিতে পড়ে ডুবে যাওয়ার দৃশ্য দেখে তার সাথীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্রের শাখা নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে।
সব শেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরী ইতি খাতুনকে খুঁজে পাওয়া যায়নি।