কুড়িগ্রামে এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার এক হাজার অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : এনটিভি

কুড়িগ্রামে এক হাজার অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রীর বাক্স তুলে দেওয়া হয়।

কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে খাদ্য সহায়তা প্রকল্প-২০২১ এর আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এ সময় কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. ত্বোহা, আব্দুল্লাহ খালেদ আল উসায়মিন, মুহাম্মদ ফাদি আল ফারসানী, মাওলানা মহিউদ্দিন নানুপুরী, ঠাকুরগাঁও জামিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম এবং জামিরিয়া মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, সাত কেজি ডাল, তিন কেজি চিনি, তিন লিটার তেল ও এক কেজি লবণ।