কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ২, গ্রেপ্তার ৬
কুড়িগ্রামে আম গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৭০) ও তাঁর বড় বোন সকিনা বেগম (৭৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেলে নিহত কালামের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এর আগে বুধবার রাতেই পুলিশ ছয়জনকে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশি আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষ দুলাল মিয়ার। বুধবার দিনের বেলা এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে পরিবারের অন্যন্য সদস্যসহ লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হঠাৎ হামলা চালায় দুলাল মিয়া ও তাঁর লোকজন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবুল কালাম আজাদ ও তাঁর বড় বোন সকিনা বেগম।
পরে তাঁদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০ টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়া আহত অবস্থায় আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আনিছুর রহমান বলেন, ‘সামান্য গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যারা আমার বাবা ও ফুফুকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, ‘নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছে। এর আগে ঘটনার পর বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’