কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে এনটিভির কম্বল বিতরণ

Looks like you've blocked notifications!

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলসহ কুড়িগ্রামের মানুষ তীব্র শীতে কাবু হয়ে পড়েছে। করোনাকালীন এ শীত যেন তাদের কাছে বাড়তি বিড়ম্বনা। এ অবস্থায় কুড়িগ্রামে শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

এ অঞ্চলে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না পাওয়ায় এখানকার তাপমাত্রা উঠানামা করছে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিম্ন আয়ের মানুষজন এই সময়ে খাদ্যের যোগানের পাশাপাশি এক টুকরো শীতের কাপড় জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় গতকাল সোমবার কুড়িগ্রাম সিঅ্যান্ডবি ফেরিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এনটিভি।

কুড়িগ্রামে গতকাল সোমবার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে এনটিভি। ছবি : এনটিভি

শীতের এক টুকরো কাপড় পেয়ে বেজায় খুশি পাঁচ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনটিভিকে ধন্যবাদ জানিয়ে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, কবি ও সাংবাদিক বাদশাহ্ সৈকত প্রমুখ।