কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও অটোরিকশায় থাকা একই পরিবারের ৪ যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। নিহত পাঁচজনের দুজন ঘটনাস্থলে, দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া পথে ও একজন রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম, শহিদুলের মেয়ে শিশু সুমাইয়া ও মা সুফিয়া বেগম। এ ছাড়া গুরুতর আহত শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৈশকোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়াশী এলাকায় নাগেশ্বরী অভিমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া ও অটোচালক জলিল সরকার নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী শহিদুল, তার মা সুফিয়া বেগম ও স্ত্রী শাহানাজ বেগম গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহিদুল ও তার মা সুফিয়া বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।