কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের খাটিয়ামারী সীমান্তে নিহত শাহীনুর রহমান ফকির চাঁদের মরদেহ। ছবি : এনটিভি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে ওই সীমান্তের সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮)। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্ত দিয়ে আজ ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল মাদক পাচারের জন্য জড়ো হয়। তারা কাঁটাতারের কাছাকাছি গেলে ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহীনুর রহমান ফকির চাঁদ গুলিবিদ্ধ হন।

পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাসির বিল্ল্যা জানান, নিহত ফকির চাঁদের মরদেহ রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল একে আজাদ বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।’