কৃষকের কল্যাণে প্রয়োজনীয় সব করা হবে: এনামুল হক শামীম

Looks like you've blocked notifications!
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় কৃষকলীগের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দেন এনামুল হক শামীম। ছবি : সংগৃহীত

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কৃষকবান্দব সরকার কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি ও কৃষকের কল্যাণে যা করা প্রয়োজন সব করা হবে। কোনো কৃষক কৃষি উপকরণের জন্য আর প্রাণ হারাবেন না।

আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় কৃষকলীগের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম এসব কথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, ‘পানি সম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় হাওর ও উপকূলীয় অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর জন্য নিরলস কাজ করে চলছে। ওই সব অঞ্চলে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে বন্যা, খরা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে হাওরবাসী ও ফসল রক্ষা পায়।’

শামীম বলেন, ‘কৃষকদের সাশ্রয়মূল্যে সার ও হাইব্রিড বীজ দিতে ২০২১ সালে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি উপকরণ সহায়তার জন্য দুই কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪ জন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।’

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ১১ মিলিয়নেরও বেশি কৃষক এখন এই ব্যাংক পরিষেবা গ্রহণ করছেন। কৃষকরা এখন কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং তাদের আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।’

নড়িয়া উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মনির হোসেন, সহপ্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বক্কর ছৈয়াল প্রমুখ।