কৃষক না বাঁচলে দেশের ভবিষ্যৎ নেই : শামসুজ্জামান দুদু
জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতের দিকে তাকিয়ে দেখুন, দাবি আদায়ের জন্য মাসের পর মাস কিভাবে কৃষক সংগঠনগুলো দাঁড়িয়েছে। আমাদের কৃষকদল যদি না বাঁচে, কৃষক যদি না বাঁচে, কৃষক যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শ্রমিক যদি উঠে দাঁড়াতে না পারে, তাঁর মর্যাদা সে যদি না পায় বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই।’
আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষকদলের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা গরিব মানুষের রাজনীতি করি। সেই মানুষগুলো প্রতিদিন সকালে উঠে মানুষকে বাঁচায়। তাঁরা আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর আমরা তাদের কাছ থেকে নেই শুধু, তাদেরকে কিছু দেই না। কৃষকদল এইসব খেটে খাওয়া গরিব-শ্রমজীবী মানুষদেরই সংগঠন।’
জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবচাইতে সুশৃঙ্খল সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী কৃষকদল।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘এর আগে কৃষকদলের যত সম্মেলন হয়েছে সবগুলোতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। সারা দেশ থেকে কৃষকদলের বাছাই করা নেতাকর্মীরা আজকের এই সম্মেলনে এসেছে। তাঁরা কিন্তু অধীর আগ্রহে ছিলেন, তাঁরা খালেদা জিয়ার সামনে বক্তব্য দেবেন। কিন্তু তাঁকে কারা প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছে এ জালিম সরকার। আমরা আজকের সম্মেলন থেকে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’