কৃষক পরিবারের ৪ জনকে অপহরণ-চাঁদাবাজি, ২ ছাত্রলীগকর্মী জেলহাজতে
মাগুরায় এক কৃষক পরিবারের চার সদস্যকে অপহরণ এবং দুই লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় বাবুখালী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন সাচ্চু ও ইমনকে পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মামলার হাজিরা দিতে ছেলে ইমামুল ও আজিজুল এবং ভাতিজা হায়দারকে নিয়ে মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের কৃষক মাজেদ মোল্যা জেলা সদরে আসেন। এদিন জেলা প্রশাসকের কার্যালয় ফটক থেকে মাজেদ মোল্যা ও তাঁর দুই ছেলে ও ভাতিজাকে অস্ত্রের মুখে অপহরণ করেন মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি সুকান্ত অধিকারী শিশির, প্রচার সম্পাদক জিবলু মোল্যা, বাবুখালী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সাচ্চু, ইমনসহ ছয়জন। পরে তাঁরা শহরের দরিমাগুরা এলাকার একটি স- মিলে তাঁদের আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কৃষক পরিবারের ওই চারজনকে উদ্ধার করে। এ সময় ছাত্রলীগকর্মী সাচ্চু ও ইমন আটক হলেও অন্যরা পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. ইমামুল হক বাদী হয়ে ছয়জনকে আসামি করে গতকাল শুক্রবার মাগুরা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।
দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল।