কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় সিক্ত পীর হাবিবুর রহমান
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ রোববার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ, সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ (বিসিএল) শ্রদ্ধা নিবেদন করে। এ ছড়া বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার ফোরাম, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাচ ৮৭, আমরা মুক্তিযাদ্ধা সন্তানসহ বিভিন্ন দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় তাঁর কর্মক্ষেত্র বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুর নাহার চাপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শেষ শ্রদ্ধা নিবেদন করেন- জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নগরের নেতা মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, গোলাম সরোয়ার কবির, আব্দুল মতিন ভূঁইয়া, জগলুল কবির, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন রিয়াজ, শরিফুল ইসলাম শরিফ, গিয়াস উদ্দিন পলাশ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ প্রমুখ।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের দ্বিতীয় জানাজার জন্য জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। গতকাল রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক মসজিদে এশার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, জাতীয় প্রেসক্লাবের পর পীর হাবিবের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। বেলা তিনটায় সাংবাদিক পীর হাবিবের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ জোহর জেলার কেন্দ্রীয় মসজিদে এবং পরে নিজ গ্রাম মাইজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
জানা গেছে, গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। এরপর গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনির জটিলতায় পীর হাবিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় স্ট্রোক করলে তাঁকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।