কেন্দ্র দখল নয়, পাহারা দেবে বিএনপি : ইশরাক
বিএনপি কেন্দ্র দখল নয় বরং পাহারা দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
আজ শুক্রবার গুলশানে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের রায় দেবে। তাই তাদের ভোট দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে যা যা করণীয়, সব করা হবে। আমরা প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেব, দখলমুক্ত রাখব এবং ভোটারদের ভোট দেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করব।’
আপনারা কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন, জানতে চাইলে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা প্রায় ৪০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। কিন্তু এর সংখ্যা আরো বাড়তে পারে।’
পুরোনো মামলার কথা বলে বিভিন্ন ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে দাবি করে ইশরাক বলেন, ‘এ পর্যন্ত আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অনেক অভিযোগ দিয়েছি, কমিশনে অভিযোগ দিয়েছি, কিন্তু এর কোনো প্রতিকার পাইনি। তাই আমি মনে করি, এখন আর তাঁদের কাছে এগুলো জানিয়ে কোনো লাভ হবে না। এর পেছনে আমি সময় অপচয় করতে চাচ্ছি না। এখন শুধু আগামীকালের ভোট নিয়ে ভাবছি। পোলিং এজেন্ট নিশ্চিত করা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থার বিষয় নিয়েই ভাবছি।’