কোচিং সেন্টারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেসবাহ। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে মো. মেসবাহ নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজ সোমবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. মেসবাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

ওসি জহিরুল ইসলাম জানান, মেসবাহসহ তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করেছিলেন। করোনার কারণে দুই ভাই কোচিং সেন্টারেই থাকতেন। গতকাল রোববার দিবাগত রাতে ওই কোচিং সেন্টার থেকে মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জবির প্রক্টর মোস্তফা কামাল জানিয়েছেন, মেসবাহের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার লাশ বরিশালে বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।