কোটি টাকার বিজলিবাতিতে আলোকিত ময়মনসিংহ
কোটি টাকার ২২০টি বিজলিবাতিতে আলোকিত হলো ময়মনসিংহ সিটি করপোরেশন। করপোরেশনের উদ্যোগে শহরের চরপাড়া মোড় থেকে দিঘারকান্দা বাইপাস সড়ক পর্যন্ত ১১০ খুঁটির দুই পাশে এই বিজলিবাতি লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে এক কোটি দুই লাখ টাকা। এই হিসাবে প্রতিটি খুঁটিতে ১৫০ ওয়াটের দুটি করে সড়ক বাতি স্থাপনে খরচ পড়েছে ৯২ হাজার ৭২৭ টাকা ২৭ পয়সা।
গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সুইচ টিপে এই সড়ক বাতির উদ্বোধন করেন।
এ বিষয়ে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের প্রধান সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, ‘ইউরোপীয় মানের বিজলিবাতি। তাই খরচ বেশি হয়েছে। প্রতিটি সড়ক বাতিতে খরচ হয়েছে প্রায় ৪৬ হাজার ৩৩৬ টাকা ৬৩ পয়সা। সেই হিসাবে প্রতিটি খুঁটিতে ১৫০ ওয়াটের দুটি করে সড়ক বাতি স্থাপনে খরচ হয়েছে ৯২ হাজার ৭২৭ টাকা ২৭ পয়সা। এর সঙ্গে ভ্যাট, ট্যাক্স ও ঠিকাদারি মুনাফা এবং আনুষঙ্গিক খরচও যোগ হয়েছে।’
ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার চরপাড়া থেকে দিঘারকান্দা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকায় সড়ক বাতি দিয়ে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এন এইচ এন্টারপ্রাইজকে। এক কোটি দুই লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনকালে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘বর্তমান সরকারের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে এই মহাসড়কে চুরি, ছিনতাই ও বিভিন্ন প্রকার দুর্ঘটনা রোধে এ প্রকল্প নেওয়া হয়েছে।’
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সহকারী প্রকৌশলী শফি কামাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।