কোটি ডোজের গণটিকায় উপচে পড়া ভিড়

Looks like you've blocked notifications!
দেশজুড়ে এক দিনে এক কোটি ডোজ করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে শনিবার। ছবি : এনটিভি

দেশজুড়ে এক দিনে এক কোটি ডোজ করোনার টিকাদান কর্মসূচিতে উপচে পড়া ভিড়। যদিও সকালে রাজধানী ঢাকায় লোকজনের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা।

এদিকে, এক দিনে কোটি টিকার লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। আর, ঢাকা উত্তরের মেয়র মেয়র আতিকুল ইসলাম বলেছেন, টিকা না নিলে বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত।

বিশেষ এ কর্মসূচিতে দেওয়া হচ্ছে টিকার প্রথম ডোজ। জাতীয় পরিচয়পত্র কিংবা অনলাইনে জন্মনিবন্ধন করা না থাকলেও টিকা নিতে পারায় খুশি রাজধানীবাসী। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, মোবাইল নম্বরের মাধ্যমে তাঁদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। তাঁদের একটি করে কার্ড দেওয়া হবে। সেটিই হবে টিকা নেওয়ার প্রমাণ। সেভাবেই চলছে আজকের বিশেষ টিকাদান কর্মসূচি।