কোদাল দিয়ে কুপিয়ে ভাগ্নিকে হত্যা, মামা আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/06/photo-1502870670.jpg)
ময়মনসিংহের ভালুকায় মামার হাতে ভাগ্নি রায়না আক্তার (৫) নামের এক শিশু খুন হয়েছে। উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়াভিটা এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মামা আশাদুল ইসলাম আশুকে আটক করেছে পুলিশ।
নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে শিশু রায়না নিজ ঘরে ছবি আঁকছিল। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সন্ধ্যায় রায়নাকে খোঁজাখুঁজির একপর্যায়ে মামা আশুর ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশাদুল ইসলাম আশুকে আটক করা হয়েছে।’