কোরবানির ঈদে সাড়া ফেলেছে পাবনার ‘রাজা-বাদশা’

Looks like you've blocked notifications!
ক্যাপশন : কোরবানির ঈদের বাজার মাতানো পাবনায় রাজা। ছবি : এনটিভি

এবারে কোরবানির ঈদে সাড়া ফেলেছে ‘রাজা ও বাদশা’ নামের দুটি ষাঁড়। পাবনা সদরে মালিগাছা ইউনিয়নের কাজী মো. শামসুল আলম শখের বসে দুটি গরু কিনে কোরবানির ঈদে বিক্রয় করবেন বলে মনে স্বপ্ন বুনেছিলেন। অভাবের সংসারে দুটি গরু বড় করে তুলেছেন তিনি। গরু দুইটি নাম রেখেছেন ‘রাজা-বাদশা’।

ঈদ-উল আজহায় রাজা-বাদশাকে বিক্রি করবেন বলে আশা করেছেন। গরু দুইটি বয়স হয়েছে দুই বছর। রাজার ওজন প্রায় ৩২ মণ, আর বাদশার ২৫ মণ। উচ্চতা রাজা সাড়ে ৬ ফুট, লম্বা সাড়ে ১০ ফুট, বাদশা উচ্চতা সাড়ে ৫ ফুট, লম্বা সাড়ে ৯ ফুট।

শামসুল আলম রাজার দাম চাচ্ছেন ১৬ লাখ, বাদশার দাম ১২ লাখ টাকা। তবে টেবুনিয়ায় এর আগে এর চেয়ে বড় গরু আর দেখা যায়নি। গরু দুটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভিড় করছে উৎসুক স্থানীয় লোকজন ও ব্যাপারীরা। 

কাজী শামসুল আলম বলেন, ‘আমি অনেক কষ্ট করে আমার দুই গরু রাজা ও বাদশাকে লালনপালন করেছি। আমি নিজে খেয়ে না খেয়ে থেকেছি। কিন্তু গরু দুটিকে কখনো অনাহারে রাখিনি।’

ক্যাপশন : কোরবানির ঈদের বাজার মাতানো পাবনায় বাদশা। ছবি : এনটিভি

তিনি গরু দুটির ভালো দাম পেলে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমণে রাজা ও বাদশাকে বাজারে তোলা সম্ভব নয়, তাই যারা গরু কিনতে আগ্রহী তাদের এই মোবাইল ০১৭১১৪৭৬৬৮৯ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।