কোলজুড়ে এলো ৫ সন্তান
কুমিল্লার লাকসাম উপজেলায় এক মা পাঁচ সন্তান প্রসব করেছেন। বুধবার দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়। সন্তানদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতি শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউনিয়নের মাদ্রাসাশিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।
লাকসাম জেনারেলের হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়।
এদিকে ওই পাঁচ সন্তানকে আরো উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা ও সন্তানেরা সুস্থ রয়েছে।
সন্তানদের বাবা মাওলানা মিজানুর রহমান জানান, এর আগে তাঁর প্রথম সন্তান হলেও মারা যান। এ পাঁচ সন্তান জন্মলাভে তিনি আনন্দিত। তিনি সবার কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।