ক্রাইম ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঢেলে সাজাবে পুলিশ সদর দপ্তর
সাধারণ ছুটি বাতিল হওয়া, জনসাধারণের চলাচল বেড়ে যাওয়া এবং গণপরিবহন চলাচলকে কেন্দ্র করে ক্রাইম ম্যানেজমেন্ট এবং ট্রাফিক ম্যানেজমেন্টকে ঢেলে সাজানোর চিন্তা করছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণের কার্যক্রম চলমান থাকলে বলেও জানিয়েছে সদর দপ্তর।
আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা মুঠোফোনে পাঠানো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘করোনাকালে সংগত কারণেই বাংলাদেশ পুলিশের ক্রাইম ম্যানেজমেন্ট এবং ট্রাফিক ম্যানেজমেন্ট কিছুটা ভিন্ন ছিল। এখন বাস্তবতা বিবেচনায়, যেহেতু করোনার সঙ্গে আমাদের আরো কিছুদিন বা অনেক দিন সহাবস্থান করতে হতে পারে।’
সোহেল রানা বলেন, ‘এ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে সিদ্ধান্ত নিয়েছে, গণপরিবহন সীমিত আকারে চালু করার। এবং নতুন করে ছুটিও বাড়ানো হয়নি। এর ফলে জনগণের চলাচল বেড়ে যাবে। আরো বেশি আকারে গণপরিবহন চলাচল শুরু হবে। এ বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে অবশ্যই নতুন করে ক্রাইম ম্যানেজমেন্ট ও ট্রাফিক ম্যানেজমেন্টকে আরো বেগবান করতে হবে। আমরা নতুন করে ঢেলে সাজাব।’
সোহেল রানা আরো বলেন, ‘একই সঙ্গে আমরা করোনা কন্ট্রোলের যে কার্যক্রম আমরা শুরু থেকে করছিলাম, সেটিও চলমান রাখব। তবে এটি সত্য যে, বর্তমান পরিস্থিতিতে যখন সব মানুষের চলাচল অনেক বেশি বেড়ে যাবে, সেটি আমাদের জন্য অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে গণপরিবহন এবং সাধারণ মানুষ সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, তা যেন যথাযথভাবে মেনে চলেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। কিন্তু এ ক্ষেত্রে জনসাধারণের বা সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা ছাড়া আমাদের লক্ষ্য অর্জন করা খুব সহজ হবে না।’