ক্রিকেটার মুস্তাফিজের ভক্ত রাসেলের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Looks like you've blocked notifications!
জৈব সুরক্ষা বলয় ভেঙে গতকাল শনিবার মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ভক্ত রাসেলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : ফোকাস বাংলা

জৈব সুরক্ষা বলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ভক্ত রাসেলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার সরকার আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড নাকচ করে এ আদেশ দেন।

এর আগে আজ সকালে রাসলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

সূত্র জানায়, করোনা মহামারির লম্বা বিরতির পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে গ্যালারিতে দর্শক ফিরেছে। গতকাল খেলা চলাকালীন হুট করে গ্যালারি থেকে রাসেল লোহার উঁচু দেয়াল পেরিয়ে মাঠে চলে যান। রাসেল যখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকে মাঠকর্মীরা পাহারা দিচ্ছিলেন, তাঁকে চোখে চোখে রাখছিলেন।

কিন্তু অবাক করা বিষয়, রাসেলের সঙ্গে দৌড়ে পাল্লা দিয়ে পারেননি কেউই। মাঠে ছুটে গিয়েই বোলিং প্রান্তে লুটিয়ে পড়েন তিনি। মাটিতে বসে মুস্তাফিজুর রহমানের পা ছোঁয়ার চেষ্টা করেন। তবে জৈব সুরক্ষিত বলয়ে থাকা মুস্তাফিজ হালকা দূরে সরে যান।

এরপর রাসেলকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। ঘটনার পর এক বল করতে পারেন মুস্তাফিজ। এরপর মুস্তাফিজকেও মাঠ ছেড়ে চলে যেতে হয় ড্রেসিংরুমে। তাঁর বদলে বাকি সময় ফিল্ডিং করেন শামীম হোসেন।