ক্রিকেটে আগরতলার সাংবাদিকদের হারালেন চট্টগ্রামের সাংবাদিকরা

Looks like you've blocked notifications!
প্রীতি ক্রিকেট ম্যাচে আগরতলা স্যান্দন পত্রিকা একাদশকে চার রানে হারিয়েছে চট্টগ্রাম সাংবাদিক একাদশ। চট্টগ্রাম সাংবাদিক একাদশের হয়ে ৩১ রান করে ম্যাচসেরা হয়েছেন এনটিভির সাংবাদিক সুমন গোস্বামী। ছবি : এনটিভি

একই সংস্কৃতি, একই ভাষা, জীবনযাপনের চিত্রও একই। মাঝখানের ব্যবধান শুধু কাঁটাতারের বেড়া।

সেই বেড়ার দূরত্ব ঘুচিয়ে কেবল বন্ধুত্বের ডাকে সাড়া দিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার একদল ক্রীড়া সাংবাদিক এসেছিলেন চট্টগ্রামে। অংশ নেন চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচে।

আগরতলা স্যান্দন পত্রিকা একাদশ ও চট্টগ্রাম সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে চার রানে জয় পেয়েছে চট্টগ্রাম।

গতকাল বুধবার সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সাংবাদিক একাদশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট ১৩০ রান তোলে চট্টগ্রাম।

প্রীতি ক্রিকেট খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। ছবি : এনটিভি

জবাবে আগরতলা স্যান্দন পত্রিকা একাদশ ব্যাটিংয়ে নেমে চার বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয়ে যায়।

চট্টগ্রাম সাংবাদিক একাদশের হয়ে ৩১ রান করে ম্যাচসেরা হয়েছেন এনটিভির সাংবাদিক সুমন গোস্বামী।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শফিকুল আলম জুয়েল।