ক্রীড়া ব্যক্তিত্ব আনভীর আদিলের জানাজা সম্পন্ন
ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আনভীর আদিল খান বাবুর জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার সকালে বাবুর জানাজায় অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের নেতারা আনভীর আদিল খান বাবুর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় মির্জা আব্বাস বলেন, ‘বাবু আজ আমাদের মাঝে নেই। কিন্তু বাবুর স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। ইনশাআল্লাহ সেই স্মৃতিকে মনে রেখে আমরা আমাদের বাকি জীবন পার করব। এখানে বাবুর শুভানুধ্যায়ী যাঁরা আছেন, তাঁরা নিশ্চয়ই তাঁকে স্মরণ করবেন। আরেকজন বাবু তৈরি হতে আরও ৫০ থেকে ৬০ বছর সময় লাগবে।’
হকি অঙ্গনের পরিচিত মুখ আনভীর আদিল খান বাবু গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।