ক্ষমতা চিরস্থায়ী নয়, বিনয়ী হোন : কাদের
‘ক্ষমতা চিরস্থায়ী নয়’ মন্তব্য করে দলের নেতাকর্মীদের বিনয়ী হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়। যতটা সম্ভব বিনয়ী থাকবেন।’ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের অনুরোধ করব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা করে এই মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রাখবেন।’ এ সময় বঙ্গবন্ধুর বিনয়, ধৈর্য ও ত্যাগের শিক্ষা গ্রহণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।
মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে কেউ যাতে চাঁদাবাজির দোকান না খুলতে পারে, সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘চাঁদাবাজি করে এই অনুষ্ঠান যাতে কেউ না করে। অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে—এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না।’
নিজেদের অর্থে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কোনো অবস্থায় মুজিববর্ষ উদযাপনের নামে এলাকার কারো সঙ্গে এমন কোনো আচরণ করবেন না, যাতে তারা কষ্ট পায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিটি প্রোগ্রাম সুন্দরভাবে করবেন।’
মুজিববর্ষে আত্মপ্রচার করা যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পোস্টার, ব্যানার, বিলবোর্ড করতে কোনো আপত্তি নেই। তবে এগুলো যেন আত্মপ্রচারের মাধ্যম না হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে যেন আত্মপ্রদর্শন না হয়। পোস্টারে নাম দিতে পারেন, নিজেদের ছবি দেবেন না। কারো ছবি যাতে আমরা বিলবোর্ড-পোস্টারে না দেখি। এটিতে আমরা কঠোরভাবে নজর দেব।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।