ক্ষেতের ধান খাওয়ায় গরুকে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ভালুকা মডেল থানা। ছবি : সংগৃহীত

ক্ষেতের ধান খাওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে একটি গরুকে মেরে অপর দুটিকে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে ক্ষেতমালিকের বিরুদ্ধে। আজ শনিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ঘটনা ঘটে।

এলাবাসী জানায়, আজ সকালের দিকে ওই গ্রামের বিধবা রোকেয়া খাতুনের তিনটি গরু প্রতিবেশী নবী হোসেনের ক্ষেতের কিছু অংশের ধান খেয়ে ফেলে। এতে নবী হোসেন ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে দুটি গরুকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় একটি গাভী মারা যায়।

গরুর মালিক বিধবা রোকেয়া খাতুন জানান, তিনি এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ি এসে জানতে পারেন নবী হোসেন ও তার লোকজন কুড়াল দিয়ে কুপিয়ে দুটি গরুকে মারাত্মকভাবে জখম এবং একটিকে মেরে ফেলেন।

গরুগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা বলে রোকেয়া খাতুন জানান।

অভিযুক্ত নবী হোসেন গরুকে কোপানোর কথা অস্বীকার করেন। তবে তার জমির বোরো ধানক্ষেতের কিছু অংশ নষ্ট করায় একটি গরু ধরে বাড়ি নিয়ে গেছেন বলে জানান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘটনাটি খুবই অমানবিক। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।