কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ পায়রা বন্দরে

Looks like you've blocked notifications!

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) জন্য ২২ হাজার ২২০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ গতকাল সোমবার পায়রা বন্দরে এসে পৌঁছেছে।  কয়লা খালাস করে জাহাজটি আগামীকাল বন্দর ছেড়ে যাবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাহাজটি বন্দরে ভেড়ানোর আগে করোনাভাইরাসসহ সবধরনের মেডিকেল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বিসিপিসিএল মেডিকেল প্রস্তুতি সম্পন্ন করে। জাহাজের ক্রুদের শরীরের তাপমাত্রা রেকর্ড করা হয়। ক্রুদের জেটিতে নামতে দেওয়া হয়নি। জাহাজের ক্রুরা করোনাভাইরাসমুক্ত শিপিং এজেন্ট, এ সম্পর্কিত সনদ দাখিল করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।