খাগড়াছড়িতে অসহায় ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটিয়েছে সেনাবাহিনী
লকডাউনে বিশেষ পরিস্থিতির শিকার দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে স্থানীয় সরকারি কলেজমাঠে ১৮০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ পেয়ে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানায় অসহায় পরিবারগুলো।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুল বারী আনুষ্ঠানিকভাবে দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সহায়তা তুলে দেন।
এ সময় সদর জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. শারাফাত রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, আধা কেজি চিনি এবং আধা কেজি লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুল বারী করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, ‘সেনা সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছে। সদর উপজেলার ১৮০টি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এই খাদ্যসামগ্রী তুলে দেওয় হচ্ছে।’
করোনা মহামারি শুরুর পর থেকে এবং দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জনসাধারণের পাশে বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং থাকবে। মহামারি করোনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।