খাগড়াছড়িতে করোনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ২২ জন। নতুন শনাক্তের হার ৩২ দশমিক ২৬ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলের খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর এলাকার মো. আমিন হোসেনের স্ত্রী দেলোয়ারা (৫৫) এবং মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর স্ত্রী বেগম জিয়া (৭৫)। এরমধ্যে বেগম জিয়া আজ দুপুর সাড়ে ১২টার দিকে আর দেলোয়ারা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, মৃত দুইজনের মধ্যে দেলোয়ারার ডায়াবেটিসসহ অন্য রোগও ছিল। আমরা স্বাস্থ্য সুরক্ষা মেনে দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এদিকে গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার শনাক্তের হার ৩২ দশমিক ২৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১৯ জন, মাটিরাঙ্গায় তিনজন, মানিকছড়িতে একজন, পানছড়িতে তিনজন এবং দীঘিনালায় চারজন। 

বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭ জন পজিটিভ এবং ১৭ জন সন্দেহজনক।

খাগড়াছড়িতে এখন পর্যন্ত ১২ হাজার ২৪৩ জনের নমুনা পরীক্ষায়  দুই হাজার ৩৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে সুস্থ হয়েছে এক হাজার ১৭৮ জন।