খাগড়াছড়িতে করোনা উপসর্গে আনসার সদস্যের মৃত্যু, আক্রান্ত ৩৪

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আইসোলেশনে থাকা এক আনসার সদস্য (৫৩) করোনা উপসর্গ নিয়ে আজ সোমবার ভোরে মারা গেছেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তনয় তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত ওই আনসার সদস্যকে ভোর ৫টার দিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। গত ১৭ জুন করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে  ডা. তনয় তালুকদার বলেন, 'দীঘিনালার ২৩ আনসার ব্যাটালিয়নে কর্মরত আনসার সদস্য তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় থেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসেন। এরপ পর থেকে ব্যাটালিয়ন সদরে আইসোলেশনে ছিলেন।'

এদিকে, খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় দুই দফায় ৩৪ জন করোনায় আক্রান্ত রিপোর্ট এসেছে। 

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, '২১ জুলাই সকালে ২০ জন এবং রাত সাড়ে ১১টায় আরো ১৪ জনের করোনা প্রজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে মারা গেছে একজন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলো ১৫৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ জন পুলিশ সদস্য। সুস্থ হয়েছে ৩৫ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৩৩ জনের রিপোর্ট পাওয়া গেছে ১২৫৮ জনের।