খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে মৃত বৈশাখী চাকমার মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা। ছবি : এনটিভি
খাগড়াছড়িতে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পানছড়ির শান্তিপুর এলাকার চেঙ্গী নদী থেকে বৈশাখী চাকমার (১২) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত বৈশাখী চাকমা সুতাকর্মাপাড়ার ত্রিদিব চাকমার মেয়ে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বৈশাখীর স্বজনরা জানায়, দুপুরে বাড়ির কাছেই চেঙ্গী নদীতে নামে বৈশাখী। দুপুরের পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল করিম জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই জেলা সদরের গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে পড়ে দুজন এবং গত ২৮ জানুয়ারি পানছড়ির রাবার ড্যাম এলাকায় চেঙ্গী নদীতে ডুবে তিনজনের মৃত্যু হয়।