খাগড়াছড়িতে চেম্বার অব কমার্সের সুরক্ষাসামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
আজ সোমবার খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ছবি : এনটিভি

খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার  জেলার কলাবাগান এলাকায় চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সদরের ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৬ হাজার স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি দীঘিনালা উপজেলা চেয়ারম্যান হাজি মো. কাশেম।