খাগড়াছড়িতে ১০ একর জমির গাছ কেটে শত্রুতা

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির রামগড়ে ক্ষতিগ্রস্ত পেঁপেগাছ। ছবি : এনটিভি  

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাজি আব্দুর রহিম নামের এক কৃষকের ১০ একর টিলা জমিতে রোপণকৃত প্রায় দেড় হাজার পেঁপে, মালটা ও আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাহবুবনগর এলাকার এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুর রহিম দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় একদল দুর্বৃত্ত এমন বৃক্ষ নিধন চালায়।

এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে জানিয়ে আব্দুর রহিম বলেন, ‘ওই জমিতে গত চার মাস আগে প্রায় দেড় হাজার পেঁপে চারা রোপণ করেছিলাম। সম্প্রতি আমার প্রতিবেশী মনির হোসেন নানাভাবে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। এরই জের ধরে গতকাল রাত সাড়ে ৩টার দিকে মনির হোসেন, হাসান শান্ত, সুফিয়ানসহ আরও কয়েকজন বাগানের সমস্ত গাছ কেটে ফেলেছে।’

এ ঘটনায় রামগড় থানায় মামলা করবেন বলে জানান কৃষক আব্দুর রহিম।