খাগড়াছড়িতে ১২ লাখ টাকাসহ ইউপিডিএফ সদস্য আটক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ইউপিডিএফের (প্রসিত খীসা) সদস্য আকাশ চাকমা ওরফে অ্যাকশনকে (৩৮) আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল রোববার রাত ১টার দিকে বাবুছড়ার মগ্য কার্বারিপাড়া থেকে তাঁকে আটক করা হয় ।
আটক আকাশ চাকমা ইউপিডিএফের বাঘাইহাট (গংগারাম) এলাকার ‘চিফ কালেক্টর’ বলে জানায় নিরাপত্তা বাহিনী। তিনি দীঘিনালার বাবুছড়া এলাকার বাসিন্দা।
নিরাপত্তা বাহিনী জানায়, গতকাল রাতে আকাশ চাকমা মোটরসাইকেলে যাওয়ার সময় টহল দল থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু সংকেত উপেক্ষা করে আকাশ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১ লাখ ৮৪ হাজার ৫৪৫ টাকাসহ স্বর্ণাঙ্কার জব্দ করা হয়।
পরে আটক আকাশকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘আটক আকাশ চাকমার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা আজ সোমবার এক বিবৃতিতে দীঘিনালায় আকাশ চাকমা ওরফে অ্যাকশন (৩৮) নামের ইউপিডিএফের ওই সদস্যকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে অবিলম্বে আকাশ চাকমাকে নিঃশর্ত মুক্তি ও দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হয়েছে।